শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন বোতলে পুরাতন বিষ জামায়াত এখন ধানের শীষ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
নতুন বোতলে পুরাতন বিষ জামায়াত এখন ধানের শীষ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সন্ত্রাসী রাজত্ব থেকে মানুষদের নিরাপদে থাকার অধিকার ফিরিয়ে দিয়েছে।
মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউপির লক্ষীপুর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১১ আসনের প্রার্থী মো. মুজিবুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের আমলে চৌদ্দগ্রাম ছিলো সন্ত্রাসীদের জনপদ। ওই সময় জামায়াত নেতা তাহেরের গাড়িতে দুইপাশে থাকতো দুইজন সন্ত্রাসী একজন মোতাইয়া অন্যজন মোন্নাইয়া তাদের পকেটে থাকতো পিস্তল সহ অসংখ্য অস্ত্র। এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে প্রশাসন তাদের ওই সময়েই র‌্যাবের মাধ্যমে ক্রসফায়ার দেয়। ওই সস্ত্রাসীদের অত্যাচারে সে সময় আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১০ বছরে আলকরার মানুষের উপর কোন নির্যাতন করেনি। সাধারণ মানুষ নিজেদের স্বাধীনতা নিয়ে অবাধে বাড়ি ঘরে থাকতে পেরেছেন। অবহেলিত চৌদ্দগ্রামে কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকানণ্ড করে চৌদ্দগ্রামকে একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তুলা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনে ভোট চাওয়ার জন্য আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এবং আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে চৌদ্দগ্রামের প্রতিটি গ্রাম হবে শহর।

আলকরা ইউপি আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য আলী হোসেন চেয়ারম্যান, পৌরমেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ফারুক আহাম্মেদ মিয়াজী, বিশিষ্ট শিল্পপতি কামাল আহম্মেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, রাশেদা আখতার, গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, গুণবতী ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক ভি পি আবুল খায়ের সৈয়দ আহাম্মদ খোকন, জগন্নাথদিঘী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ প্রমূখ।

আর পড়তে পারেন