শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার আয়োজনে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আলোচনা সভা পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৭, ২০১৯
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদ

নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে ইনস্টিটিউট কেন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক।

নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক আল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযুদ্ধা ও ছড়াকার জহিরুল হক দুলাল, কবি আহম্মেদ কবির,নজরুল পরিষদের সধারন সম্পাদক সাংবাদিক অশোক রড়ুয়া, ফরিদ উদ্দিন সিদ্দিকী, নাট্যকার শাহজাহান চৌধুরী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, লেখক ও নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য্য।

আলোচনা সভা শেষে নজরুল বিষয়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠত হয়।

আর পড়তে পারেন