শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর রেইসকোর্সে বখাটেদের নির্যাতনের স্বীকার শিক্ষার্থী, উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৭, ২০২০
news-image

 

তানজিনা রুমকিঃ

কুমিল্লা নগরীর রেইসকোর্সে নিপা নামের এক ছাত্রীকে চড়-থাপ্পর মেরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রেইসকোর্সে সাকিনের খ্রিষ্টান কবরস্থানের পাশের রাস্তায় এই ঘটনাটি ঘটে।

উক্ত ঘটনায় ভিক্টিম তানজিনা আক্তার নিপা নিজে বাদী হয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়- ভোকেশনাল টেক্সটাইলের ছাত্রী তানজিনা আক্তার নিপা শনিবার সন্ধ্যা ৭টায় মামাতো বোনের মেয়েকে প্রাইভেট পড়ানো শেষে মামী পারভীন বেগমের সাথে নিজ বাসায় যাওয়ার সময় সাকিনের খ্রিষ্টান কবরস্থানের পশ্চিম দিকের গলির রাস্তার উপর মাসুম, ইমন, রোমান, সজিবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল এবং উক্ত রাস্তা দিয়ে নারী ও মেয়েরা যাতায়াত করার সময় অশ্লীল ও অসম্মানজনক কথা বলছিল। কয়েকজন মেয়ে এর প্রতিবাদ করে চলে যায়।

প্রতিবাদ করায় মাসুম ও তার সাথের নাম উল্লেখিত কয়েকজন নিপার পথরোধ করে তাকে চড়-থাপ্পর মেরে শ্লীলতাহানির চেষ্টা করে, সাথে থাকা মামী পারভিন বেগম রক্ষা করার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। চিৎকার শুনে আশে পাশের লোকজন আসতে দেখে আসামিরা পালিয়ে যায় এবং সুযোগ পেলে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

বর্তমানে শিক্ষার্থী তানজিনা আক্তার নিপাসহ তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আর পড়তে পারেন