বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর ভাটপাড়ায় রাস্তায় ময়লা আবর্জনার স্তুপ: জনগণ অতিষ্ঠ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৪, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

এখন কুমিল্লা সিটি কর্পোরেশনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। কিন্তু অপর দিকে নগরীর ১ নং ওয়ার্ডের ভাটপাড়ায় দেখা মিলেছে রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ।

ময়লা আর আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে ভাটপাড়া এলাকার বাসিন্দারা। রাস্তা দিয়ে চলাচল করাই যাচ্ছে না।রাস্তায় ময়লার স্তুপ জমে থাকায় সেগুলো পচে দুর্গন্ধ বাহির হওয়ায় রাস্তা চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। শহরের বর্জ্য নিষ্কাশন করে এখানে ফেলানো হয়, ফলে যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হয়ে পড়ছে।

স্থানীয় রফিক মিয়া জানান, এখানে ময়লা ফেলার জন্য সিটি মেয়র নাকি অনুমতি দিয়েছেন,
ময়লা না ফেলার জন্য বলা হলেই বলে  সিটি কর্পোরেশনের অনুমতি আছে । এখানে পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠছে।

আর পড়তে পারেন