শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর চকবাজারে কাশারিপট্টি উন্নয়ন সংস্থা থেকে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

করোনাভাইরাসের ২য় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লা নগরীর চকবাজারে কাশারিপট্টি উন্নয়ন সংস্থা কর্তৃক বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পরে কাশারিপট্টি জামে মসজিদে এই স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও জুম্মার নামাজ পড়তে আসা যে সকল মুসল্লিরা মাস্ক পরিধান করে আসেনি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়। সকলের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাশারিপট্টি উন্নয়ন সংস্থার সমন্বয়ক জামাল উদ্দিন বৈশাখ, সংগঠনের কর্মি পল্লব, ইমরান, মাহফুজুর রহমান সুমন, সাঈদসহ অন্যান্য কর্মিরা।

স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণের সময় জামাল উদ্দিন বৈশাখ বলেন, করোনা মহামারিতে আতঙ্কে পুরো বিশ্ব। বাংলাদেশও এর থেকে দূরে নেই। তাই করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন মসজিদ ও জনসমাগম স্থানে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করে আসছি। আগামীতেও জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন