বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 নগরীর চকবাজারে আয়োডিনহীন লবণ বিক্রির কারণে  ৬টি দোকানের মালিককে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০১৯
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা নগরীর চকবাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আয়োডিনহীন লবণ বিক্রির কারণে  ৬টি দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, বাজারের ৬টি দোকানে আয়োডিনহীন লবণ বিক্রি হচ্ছে। এসব  বিক্রি করা লবনগুলো হল নোভা,উৎসব, পঁচা,পূবালী কোম্পানির ।ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। 

আর পড়তে পারেন