শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীতে মর্ডাণ হাই স্কুল ও কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, আহত ৪

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে মর্ডাণ হাই স্কুল ও কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৪ জন আহত হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

পূর্বের অর্ন্তকোন্দলের জের ধরে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে নজরুল এভিনিউ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। কুমিল্লা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মুহিদ সাদি । অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে কুমিল্লা হাই স্কুল ও মর্ডাণ হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এসএসসি পরীক্ষার্থী কুমিল্লা হাই স্কুলের ইমতিয়াজ ও মর্ডাণ হাইস্কুলের পাভেলকে ছুরিকাঘাত করে আহত করে সহকর্মীরা। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার (আজ) দুপুরে এই দুই স্কুলের মধ্যে আবার সংঘর্ষ হয়।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

আর পড়তে পারেন