বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীতে পরশমনি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর প্রফেসরপাড়ার জানুমিয়ার মসজিদ সংলগ্ন মাঠে পরশমনি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন আর্দশ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান।

স্কুলের অধ্যক্ষ পারভীন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বজন বিজনেস ফোরামের সভাপতি ডাঃ মুজিবুর রহমান , পরশমনি ইন্টারন্যাশনাল স্কুলের  নির্বাহী পরিচালক প্রকৌশলী এ কে এম মিজানুর রহমান,  স্বজন বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক  প্রকৌশলী আব্দুল মতিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও দৈনিক আজকের কুমিল্লার প্রশাসনিক কর্মকর্তা  বি এম মহিউদ্দিন মন্টি , প্রফেসর পাড়া হাউজিং কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মজুমদার লিটন, সাধারণ বীমা কর্পোরেশনের সহকারি  ম্যানেজার মোহাম্মদ শের শাহ মজুমদার।

প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর ভাষণ, নাচ, গান, যেমন খুশি তেমন সাজা, ডিসপ্লে প্রর্দশন, বালিশ খেলা, দৌড় খেলা, অভিনয়সহ আরো অনেক ক্রীড়া অনুষ্ঠিত হয়।