শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নকশা বহির্ভুত ও নকশাবিহীন ৯টি নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছে কুসিক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৪, ২০১৯
news-image

 

শাহ ইমরান ও মহিউদ্দিন ভূইয়াঃ

নকশা বহির্ভুত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯টি   নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর ঠাকুরপাড়া, নজরুল এ্যভিনিউ, দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ৯টি ভবন সিলগালা ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় অভিযুক্ত ভবন মালিকদের নোটিশ প্রদান করা হয় এবং রোববারের মধ্যে সিটি কর্পোরেশনে জবাব দিয়ে আগামী ১৫দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেয়া হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া। এসময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জনি রায় উপস্থিত ছিলেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, অভিযোগ আছে নগরীর ৯০শতাংশ ভবনে নকশা বহির্ভূত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ অভিযান পরিচালিত হয়েছে। বাকিগুলোর  বিরুদ্ধেও  অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন