বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নকল নবীশদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০১৯
news-image

 

স্টাফ রিোর্টার :

নকল নবীশদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে বুধবার (২৪ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর’র নিকট স্মারকলিপি দিয়েছে নকল নবীশ এসোসিয়েশান কুমিল্লা সদর শাখার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি মো.কামাল হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, রাজেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, যুগ্ন সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান, কোষাদক্ষ মো. লিটন মিয়া, প্রচার সম্পাদক মো.ইরফানুল হাসান, দপ্তর সম্পাদক সজীব কুমার দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সদর শাখার সভাপতি মো.কামাল হোসেন বলেন, বাংলাদেশে বর্তমানে ১৫ হাজার নকল নবীশ রয়েছে। নকল নবীশরা ঈদ, পূজা, প্রহেলা বৈশাখসহ কোন উৎসবেই উৎসবভাতা পায় না। দলিলের পাতাঅনুযায়ী লিখে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে বর্তমানে সংসার চালানো খুবই কষ্টকর।

আমরা মানবেতর জীবন-যাপন করতেছি। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছে, চাকুরিজীবীদের বেতনভাতা বৃদ্ধি করে জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন। যদি নকল নবীশদের চাকুরি স্থায়ীকরনে উদ্যোগ নেন, তাহলে দেশের ১৫ হাজার পরিবার সচ্ছল হবে। যা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে।

ইতিমধ্যে আমরা কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আকম বাহাউদ্দিন বাহারের নিকট স্মারকলিপি দিয়েছি । আজ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে । আমাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে সারা দেশজুড়ে আন্দোলন করবো।

আর পড়তে পারেন