শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নওয়াজ শরিফ ‘দুর্নীতির প্রতীক’ : ইমরান খান

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তান রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তানে একমাত্র সেনাবাহিনীই নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত। এসময় তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান আসিফ আলি জারদারি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘দুর্নীতির প্রতীক’ বলে আখ্যা দেন।

আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এ সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

বুধবার এক প্রতিবেদনে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানের এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী ইমরান। নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তার দল পিটিআইকে। পিটিআইয়ের প্রতি ক্রমেই সমর্থন জোরালো হচ্ছে। মঙ্গলবার দলটির এক প্রার্থীকে সমর্থন দিয়েছে নিষিদ্ধ সংগঠন হরকাতুল মুজাহিদিন।

নির্বাচনে জাতীয় পরিষদের ইসলামাবাদে ৫৪ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রার্থী আসাদ উমর। তাকে সমর্থন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল মুজাহিদিন। আসাদ উমর নিজেই তার ফেসবুক পোস্টে এমন সমর্থন দেয়ার কথা জানিয়েছেন।

হরকাতুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান খলিল। তিনি ইমরান খানের দল পিটিআইয়ের এই প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এ বিষয়ে ফেসবুক পোস্টে আসাদ উমর লিখেছেন, মাওলানা ফজলুর রহমান খলিল, তার বেশ কয়েকজন সঙ্গী ও পণ্ডিত পাকিস্তান তেহরিকে ইনসাফকে সমর্থন দিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে আনসারুল উম্মা নামে আরেকটি সংগঠনের প্রধান এই ফজলুর রহমান খলিল। তার এ সংগঠনকে হরকাতুল মুজাহিদিনেরই একটি ফ্রন্ট হিসেবে দেখা হয়। এই গ্রুপটিকে আল কায়েদার মতো সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হয়। জাতিসংঘ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও অন্য আরও কিছু দেশে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখা হয়।

পাকিস্তান রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তানে একমাত্র সেনাবাহিনীই নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত। এসময় তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান আসিফ আলি জারদারি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘দুর্নীতির প্রতীক’ বলে আখ্যা দেন।

আর পড়তে পারেন