শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুনে বৃদ্ধার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০১৬

fairঢাকা : রাজধানীর ধানমন্ডিতে শনিবার রাতে বহুতল একটি আবাসিক ভবনে আগুনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃদ্ধার নাম মুন্নুজান বেগম। ১২ তলা ভবনের আট তলায় থাকতেন তিনি। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়িতে গভীর রাতে আগুন লাগে। রাত সোয়া ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত। পরে তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে বের করে আনা হয়। ৮ তলা থেকে মুন্নুজানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুল হকের ভাষ্য, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আর পড়তে পারেন