শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনায় প্রগতিশীল ছাত্র সংগঠনের পথসভা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৬, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা:
ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে পথসভা করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় প্রগতিশীল ছাত্র সংগঠনের ঢাকা-নোয়াখালী লংমার্চের অংশ হিসেবে চান্দিনা বাস স্টেশনে ওই পথসভা করেন তারা। ঘন্টা ব্যাপী ওই পথসভা শেষে নেতা-কর্মীদের নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় বিশাল গাড়ি বহর।

এ সময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক তৌফিকা জামান লিজা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক মেখমল্লার বসু প্রমুখ।

এসময় প্রগতিশীল ছাত্র সংগঠনের দাবিসমূহের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সিপিবি চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক কমরেড সুধাংশু কুমার নন্দী, নিজেরা করি সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সংগঠক সবিতা রাণী তালুকদার, ভূমিহীন সংগঠনের নারী নেত্রী সুফিয়া বেগম।

আর পড়তে পারেন