বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চেয়েও চাল চোরের সংখ্যা বেশী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব বলেন, গত দুই সপ্তাহ ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাল চুরির খবর প্রকাশ হলেও এ পর্যন্ত কারো দৃষ্টান্তমূলক শাস্তির খবর নেই। লুটেরা গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। জীবনবিনাশী করোনাভাইরাসের আক্রমণ ও আওয়ামী লীগের চাল চুরি চলছে সমান তালে। এদের লাগাম এখনি টেনে ধরুন। না হলে জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে।

এতো বড় মহামারির মধ্যেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাল আত্মসাৎ করছে। সারাদেশে গত ৯ দিনে ২ হাজার ২৬৪ বস্তা সরকারি ত্রাণের চাল চুরি হয়েছে। সরকারী হিসাবে দেশের খাদ্য গুদামগুলোতে ১৭.৫১ লক্ষ টন চাল মজুদ আছে। এই পরিমাণ চাল দিয়ে ৩-৪ কোটি মানুষকে ৬ মাস অনায়াসে খাওয়ানো সম্ভব।

রিজভী বলেন, অথচ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। ক্ষুধার জ্বালায় রাস্তায় পড়ে থাকছে। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আফরোজা খাতুন নামে এক শিশু ক্ষুধার যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

বিএনপির এ নেতা জানান, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে এ পর্যন্ত পাথরঘাটা উপজেলায় ৫৫০ বস্তা, বগুড়ায় ১০০ বস্তা, নাটোরে ১৩ বস্তা, জয়পুরহাটে ৭ বস্তা, যশোরে ৮০ বস্তা, যশোরের মণিরামপুরে ৫৫৫ বস্তা, ঝিকরগাছায় ১ বস্তা, নওগাঁয় ৩৩৮ বস্তা, বাগেরহাটে ১৮ বস্তা, পটুয়াখালীতে ১০ বস্তা, ঝালকাঠিতে ৫০ বস্তা, সিলেটে ১২৫ বস্তা, ময়মনসিংহের ত্রিশালে ১৬ বস্তা, সারিয়াকান্দি উপজেলায় ২৮৮ বস্তা, গাবতলী উপজেলায় ১০০ বস্তা, বগুড়ার শিবগঞ্জ ১৩ বস্তা চাল চুরির তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রায় প্রতিদিনই চাল চুরি নিয়ে নতুন নতুন খবর আসছে।
রোববার ভিডিও সংবাদ সম্মেলেনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

আর পড়তে পারেন