শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশি গরুতে জমজমাট মনোহরগঞ্জের কোরবানির হাট

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

ক্রমে জমে উঠেছে মনোহরগঞ্জের কোরবানির পশুর হাট। ভারতীয় নয়, বরং দেশি গরুতেই এবার হাটগুলো জমজমাট। গরুর হাটে  বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। পশুর হাটগুলোতে দেশি গরুর পাশাপাশি কিছু ভারতীয় গরুও উঠছে। তবে হাটে দেশি গরুর চাহিদা এবারে বেশি।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, মনোহরগঞ্জের এবার কোরবানির জন্য চাহিদার চেয়ে বেশি গবাদিপশু খামার ও কৃষকদের বাড়িতে মজুদ রয়েছে।

মনোহরগঞ্জের বড় পশুর হাটগুলোর মধ্যে পোমগাঁও উচ্চ বিদ্যালয় হাট, লালচাঁদপুর, বেরনাইয়া হাট, উল্লেখযোগ্য। এসব হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদাররা জানান, ঈদুল আজহাকে ঘিরে হাটগুলোতে কোরবানির পশুর ব্যবসা এখন জমজমাট। হাটগুলোতে এবার ভারতীয় গরু-মহিষের আমদানি দেশি গরুর চেয়ে অনেক কম। সরেজমিনেও দেখা গেছে, হাটগুলোতে প্রাধান্য পাচ্ছে বাড়িতে পালা এবং খামারে পোষা দেশি গরু। তবে ক্রেতারা বলছেন, হাটে এখন দেশি গরুর দাম বেশি। হাট ঘুরে গরু দেখলেও না কিনে অপেক্ষা করছেন অনেক ক্রেতাই। তাঁদের দাবি, সামনে কম দামে গরু বিক্রির সম্ভাবনা আছে। কারণ হিসেবে ক্রেতারা বলছেন, এবার মনোহরগঞ্জের কোরবানির পর্যাপ্ত পশু মজুদ আছে। যাঁরা এসব পশু পুষছেন, তাঁরা ঈদের আগেই গরু বিক্রির টার্গেট করেছেন। ফলে ঈদ যত ঘনিয়ে আসবে, পশুর দাম ততই কমবে। মনোহরগঞ্জের বাজারে হাট বসত সপ্তাহে দুই দিন। ২৫ আগস্ট মনোহরগঞ্জের হাটে গিয়ে দেখা গেছে, হাটে প্রচুর পরিমাণে দেশি গরু উঠেছে। সে তুলনায় ভারতীয় গরু উঠেছে অনেক কম। তবে এবার গরুর দাম হাঁকা হচ্ছে গতবারের চেয়ে গরুভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি। বিক্রি না হওয়ায় অনেককেই বাড়িতে গরু ফিরিয়ে নিয়ে যেতে দেখা গেছে। হাটে জাল টাকা পরীক্ষায় বিভিন্ন ব্যাংকের লোকজনকে সক্রিয় দেখা গেছে। তা ছাড়া বৃষ্টির কারণে হাটে পশু নিয়ে কাদাপানির মধ্যে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। মনোহরহঞ্জের বাজারে হাটের ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় মণের মতো দেশি ছোট সাইজের গরু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। দুই মণের মাঝারি সাইজের গরু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার। আর বড় সাইজের তিন থেকে সাড়ে তিন মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ হাজার টাকা। অন্যদিকে ভারতীয় গরু (১৫০ থেকে ১৭০ কেজি ওজনের) বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এ ছাড়া ছাগলের দাম এবারে একটু বেশি মনে হয়েছে। মনোহরগঞ্জের বাজারে ১২ কেজি মাংস হবে এমন ছাগলের দাম আট থেকে নয় হাজার, ১৫ থেকে ১৮ কেজির দাম ১৩ থেকে ১৫ হাজার এবং ২০ থেকে ২৫ কেজি মাংস হবে এমন ছাগল বিক্রি হচ্ছে ১৭ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। নরহরিপুর বাজার হাটের ইজারাদার নজরুল ইসলাম জানান, হাটে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশি গরু উঠছে। এখনো গ্রামে গ্রামে গড়ে ওঠা খামার এবং বাড়ি বাড়ি পালন করা দেশি গরু পর্যাপ্ত রয়েছে। তাঁর দাবি, গরুর দাম ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। তবে এখন পর্যন্ত গতবারের চেয়ে কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে দেশি গরু ।

আর পড়তে পারেন