শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৩, ২০১৯
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান- প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ জিন্নাত আলী’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও আ’লীগ নেতা মো. মোসলেহ উদ্দিন মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. মেসবাহ উদ্দিন, দুয়ারিয়া এজি মডেল কলেজ’র অধ্যক্ষ মো. আবু তাহের সহ আরো অনেকে। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন