শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০২১
news-image

 

মো. জামাল উদ্দিন দুলালঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ (বই) প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী জিন্নাহ্ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এম.পি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা আ’লীগের সহ সভাপতি মোছলেহ্ উদ্দিন, সাধারণ সম্পাদক এ.কে.এম মনিরুজ্জামান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস ছামাদ, পৌর আ’লীগ সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের কৃষি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামিম, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাইছার অনিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইকবাল হোসেন রুবেলসহ আরও অনেকে।

আর পড়তে পারেন