শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে সন্ত্রাসীদের রাম দায়ের কোপে হাকিম মেম্বার গুরুতর আহত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২০
news-image

মোঃ জামাল উদিন দুলাল ঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় ২৪ বছরের সাবেক মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সন্ত্রাসী হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থল থেকে এলাকাবাসি আহত হাকিম মেম্বারকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত হাকিম মেম্বারকে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে হাকিম মেম্বারকে (সাবেক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গত ২৭ এপ্রিল (সোমবার) ইফতারের পরপর এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষ দর্শীর বিবরণে জানা গেছে, বর্তমান মেম্বার আবুল কালাম নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক ২৪ বছরের জনপ্রিয় মেম্বার হাকিম খানের সাথে দীর্ঘদিন থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। হাকিম মেম্বার ইফতার শেষ করে  মাগরিবের নামাজ পড়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে গ্রামের আলদিবাড়ী উত্তর পাশে রাস্তার উপর মিজানের দোকানের সামনে বর্তমান মেম্বার আবুল কালাম আজাদ ও ছবির আহম্মেদ এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসীদল রাম দা, লোহার রড ও লাঠি নিয়ে হাকিম মেম্বারের (সাবেক) উপর হামলা চালায়। হামলাকারীদের অতর্কীত হামলায় রাম দায়ের কোপে হাকিম মেম্বার (সাবেক) গুরুতর  আহত হন। এ সময় এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব‌্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জহিরুল আনোয়ার জানান,  থানায় মামলা দায়ের করা হয়েছে।  দুই জনকে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন