বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে অবসর প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবাগত প্রাথমিক শিক্ষা অফিসারের বরণ অনুষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা শনিবার সকাল ১১টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহমিনা পারভীন আঁখির সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জয়নুল আবেদিন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল আনোয়ার,দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আণোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, দেবিদ্বার উপজেলার সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার কাজী আবদুস ছামাদ, দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি হাজী মোঃ আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জি.এস মান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ সভাপতি ও দেবিদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন,পৗর যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ মসিউর রহমান সুমন, পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ কাজী সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ লিটন সরকার, মোঃ সাদ্দাম হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি অবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক হোসাইন আহাম্মদ, মোঃ আমিনুল ইসলাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলা উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো জয় হানিফ, অর্থ সম্পাদক মো. আল মাসুম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. স¤্রাট হাসান অন্তর প্রমূখ। উক্ত মাসিক সমন্বয় সভায় দেবিদ্বার উপজেলার ১৮৬টি সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন