বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০১৯
news-image

 

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও নানান কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে গতকাল বৃহস্পতিবার রাত ১২ টা ১মিনিটে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা, দেবিদ্বার সার্কেল শেখ মোঃ সেলিম এবং ওসি মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিন সহ আওয়ামীলীগ’র অঙ্গ ও সহযোগী সংগঠন, দেবিদ্বার প্রেসক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উ: জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন নাহার, দেবিদ্বার-বিপাড়া সিনিয়র সার্কেল ও অতিরিক্ত পুলিশ শেখ মোহাম্মদ সেলিম,

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. বাহার উদ্দিন বাহার, দেবিদ্বার উপজেলা আওয়ামীযুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ, কেন্দ্রিয় সাবেক ছাত্রলীগ সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, উপজেলা যুবলীগ নেতা মো. মশিউর রহমান সুমন, দেবিদ্বার পৌর আওয়ামী যুবলীগ সভাপতি কামরুল খালেদ সুমন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে।

আর পড়তে পারেন