শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১১ দোকানদারকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে  ফুটপাত ও পথচারিদের চলাচলের  রাস্তায়  দোকান স্থাপন করায় ১১ দোকানদারকে উচ্ছেদ করে জরিমানা করেছে। এ সময় ৫টি ফলের দোকান, ২টি মুড়ি দোকান, ১টি তরকারি দোকান ও ২টি চটপটি দোকানসহ ফুটপাতে বসা ১১টি দোকানদারকে  ৫ শত টাকা করে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাহিদা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বলেন, সড়কের পাশের ফুটপাতে হকার মুক্ত যান ও মাল পরিবহন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ওই অভিযান পরিচালনা করা হয় । এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন