বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩০টি সিএনজি ও ১টি যাত্রীবাহী বাস ডাম্পিং

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০১৯
news-image

শাহ ইমরান/মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে মোটরযান আইন, অগ্নি নির্বাপক আইন ও ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করে  সোমবার বিকেল থেকে সন্ধ্যা   নাগাদ বিভিন্ন আইনে ভ্রাম্যমান আদালতে ৮৩ হাজার টাকা জরিমানা এবং  ৩০টি সিএনজি চালিত অটোরিক্সা এবং জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডাম্পিং করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম, কুমিল্লা বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা আঃ আউয়াল, মুরাদনগর ফায়ার সার্ভিস’র ওয়ার হাউজ ইনস্পেক্টর সামসুল আলম, কুমিল্লা মোটরযান পরিদর্শক আঃ বারী, সহকারি মোটরযান পরিদর্শক শেখ মোহাম্মদ সহ অন্যান্য কর্মকর্তাগন।

আর পড়তে পারেন