শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ভূমিহীন ও গৃহহীন ৬২ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২১
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে কুমিল্লার দেবিদ্বারে ভূমিহীন গৃহহীন ৬২ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

রোববার সকালে ভিডিও কনফারেন্সর মাধ্যমে গণভবন থেকে ভূমিহীন গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, এসিল্যান্ড মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা.উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু ,উপজেলা সেচ্ছাসেবকরীগ যুগ্ম আহবায়ক জি এস মান্নান মোল্লা, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর আওয়ামলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, ৮নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেনসহ আরো অনেকে।

আর পড়তে পারেন