শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ‘বোমা’ তৈরীর সরঞ্জাম উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল বাজারে একটি ব্যাগ থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোররাতে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট এবং সিআইডির একটি টিম সেখানে এসে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ ও সিআইডি’র একটি তদন্ত দল এ ঘটনার তদন্ত করছে।

স্থানীয়রা জানান ‘ রোববার রাত ৮ টার দিকে দেবিদ্বারের বিহারমন্ডল বাজারে হঠাৎ ২টি বিস্ফোরণের আওয়াজ শুনে লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে সেখানে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশের খবর দেয়া হয়।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, ‘খবর পেয়ে পুলিশের দেবিদ্বার- বি-পাড়া সার্কেল সহকারি পুলিশ সুপার মো. আমিরুল্লাহ’র নেতৃত্বে আমরা রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেই। খবর দেয়া হয় বোম ডিসপোজাল ইউনিটেকে। ভোররাতের দিকে ঢাকার বোমা নিস্ক্রিয়কারি দল এবং সিআইডির একটি টিম সেখানে এসে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে, তবে আগে ২টি বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি।’

বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানান, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা শক্তিশালী বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।

 

আর পড়তে পারেন