বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বিশাল শোডাউন করে দায়িত্ব গ্রহণের পরেই করোনায় আক্রান্ত উপজেলা চেয়ারম্যান আজাদ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩০, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কয়েকদিন পূর্বে মোটরসাইকেলের ব্যাপক শোডাউন করে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতেও রাজনীতিবিদদের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। সভা সমাবেশ ও শোডাউন করেই যাচ্ছে রাজনীতিবিদরা। ফলে ব্যাপক সংখ্যক মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিচ্ছে। করোনা ভাইরাসের মহামারির মধ্যে সেই পথেই হাটলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্র জানায়, ২৫ মার্চ প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল ও অসংখ্য মাইক্রোবাস নিয়ে বিশাল শোডাউন করেই উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করতে যান আবুল কালাম আজাদ। এর দুদিন পরেই এই চেয়ারম্যানের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বের হয়। চেয়ারম্যানের পরিবার ও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া কামনা করে পোস্ট করেন।

আর পড়তে পারেন