বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও ল্যাপটপ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০১৮
news-image

 

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল ১১টায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগ্রেন্দ চন্দ্র সরকার’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ও উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান,উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ন আহবায়ক আবদুল মান্নান মোল্লা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, বড় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, দেবিদ্বার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মো. হুসাইন প্রমূখ। এদিকে আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি বৃন্দরা ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে ল্যাপটপ তুলেন দেন এবং তা সঠিক কাজে ব্যবহারের নির্দেশ দেন।

আর পড়তে পারেন