শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দ্যেশে মারধর করায় মামলা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৯, ২০১৯
news-image

 

দেবিদ্বার প্রতিনিধি ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের মো. নুরুল ইসলাম এর পুত্র মো. জালাল উদ্দিন( ৩৫) কে পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দ্যেশে মারধর করায় কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্যট কোর্ট মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানাযায়, উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের মো. নুরুল ইসলাম এর পরিবারের সাথে একই গ্রামের পাশের বাড়ীর মৃত সুন্দর আলী ছেলে মো. আবুল হাসেম, মৃত দুধ মিয়া ছেলে মো. মামুনুর রশিদ,মো আবুল হাসেম ছেলে মো. সোলাইমান হোসেন , মৃত আলতাব আলীশাহ ছেলে মো. শাহ জাহান দীর্ঘ দিন যাবৎ পূর্বশত্রুতার জের ধরে গত ৯ই জুন রাত প্রায় ১টায় উল্লেখিত আসামীগণ একজোট হয়ে ভিকটিমকে হত্যার উদ্দ্যেশে বসত ঘরে প্রবেশ করিয়া

গামছা দিয়া তাহার হাত মুখ বাধিয়া বাড়ীর পার্শে¦ রাস্তার উপরে নিয়া তাহাকে এলোপাতারী মারধর করিয়া তাহার পকেটে থাকা মোবাইল ফোন সহ ৩২০০ টাকা নিয়া যায়, এবং ২নং আসামী তাহাকে হত্যার উদ্দেশে গলায় চাপিয়া শ্বাসরুদ্ব করার চেষ্টা করে। ভিকটিম দুই হাত দিয়ে স্বজোরে ধাক্কা দিয়া প্রানে রক্ষা পায়, ৩ ও ৪ বিবাদী তাহার পকেটে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়া যায়। ভিকটিমের চিৎকার শুনিয়া শ্বাক্ষীগন আসিয়া বিবাদী গন হুমকি দিয়া চলিয়া যায়। শ্বাক্ষীগন পরর্বতীতে ভিকটিমকে অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বিবাদী গন প্রভাবশালী হওয়ায় এ সময় মামলা নিতে অপরাগতা প্রকাশ করায় সহনীয় ভাবে আপোষ নষ্পিওি করিতে র্ব্যথ হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে দঃ বিঃ আইনে ৩২৩/৩০৭/৩৭৯/৪৪৭/৪৪৮/১০৯ ধারায় মামলা দায়ের করেন ভিকটিমের বড় ভাই মো. জামাল প্রমূখ।

আর পড়তে পারেন