বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
“বাংলার পাট বিশ্বমাত” সোনালী আশেঁর সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ” এই শ্লোগানকে ধারন করে বাংলাদেশ পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে সারা দেশের ন্যায় মঙ্গলবার সকালে পাট দিবস উপলক্ষে র‌্যালী শেষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নিবার্হী কর্মকর্তা রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিন, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত সদস্য ও মহিলা সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেগম শামসুন নাহার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহিদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আবদুস সামাদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা এ বি এম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল উপজেলা কৃষি উপ-সহকারি কর্মকর্তা মো. তাজুল ইসলাম সহ আরো অনেকে।

এদিকে উপস্থিত বক্তারা বলেন, এক সময় বাংলাদেশের অর্থ করি ফসল হিসেবে পাট কে বলা হত। তাই পূর্বের মত পাট উৎপাদনে জন্য সচেতন করতে হবে কৃষকদেরকে।

আর পড়তে পারেন