মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০২১
news-image

মো. জামাল উদ্দিন দুলাল:
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপী নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন, আনন্দ র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর আত্মজীবনীর কুইজ প্রতিয়োগিতার পুরুস্কার বিতরন বঙ্গবন্ধু ও তার পরিবার ও শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণিল আতশবাজী প্রদর্শনের মধ্য দিয়ে জাতির জনক শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি আবদুল আউয়াল শেখ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. বাহা উদ্দিন বাহার, ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক সহ আরো অনেকে। এসময় বঙ্গবন্ধুর আত্মজীবনীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তরা বক্তব্য রাখেন।

আর পড়তে পারেন