শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে দৃষ্টান্ত ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানকৃতদের মাঝে সম্মাননা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০১৮
news-image

জামাল উদ্দিন দুলালঃ
“আমার রক্তে বাচুক জীবন- আমার চোখে দেখুক ভুবন” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষু দান দিবস ২০১৮ উপলক্ষে সামাজিক সংগঠন দৃষ্টান্ত ফাউন্ডেশনের এর আয়োজনে শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালী, রক্তদাতা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে দৃষ্টান্ত ফাউন্ডেশনের এর সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে আয়োজিত সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা, দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম ওমানী সহ, সাবেক ছাত্রলীগ নেতা ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম। অধ্যাপক সফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, সুবিল ইউপি চেয়ারম্যান আবু তাহের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ নুরুল আমিন, মোঃ সাদ্দাম হোসেন, কাজী সুমন, মশিউর সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, সাংবাদিক মাহমুদুল হাসান, বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংকের সভাপতি- পলাশ চন্দ্র দেবনাথ, বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক ও হোমনার রামকৃষ্ণপুরের সেচ্ছায় রক্তদাতা সংগঠন মুক্ত জীবনের প্রতিষ্ঠাতা মোঃ রুবেল রানা, বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, সাংবাদিক নাছির উদ্দিন, সাংবাদি আরিফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কাজী শিহাব উদ্দিন, রক্তদাতা নাজমুল হাসান, আনোয়ার হোসেন বাপ্পু, ব্লাড ফর দেবিদ্বার সংগঠনের সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম সজিবসহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে কিডনী রোগে আক্রান্ত (২টি কিডনী নষ্ট) মোঃ রাকিবুল হাসান (২৫) কে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৩০ জন রক্তদাতাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

আর পড়তে পারেন