শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে দুই মাথা নিয়ে জন্ম নিয়েছে এক নবজাতক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০১৭
news-image

 

জামাল উদ্দিন দুলাল/সেলিম সজীবঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুই মাথা নিয়ে জন্ম নিয়েছে এক নবজাতক।

শুক্রবার (১৩ অক্টোবর)রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সেবা হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়।  অপারেশনটি করেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. আসাদুজ্জামান রতন।

নবজাতকটি বাঙ্গরা বাজার থানার সীমানার পাড় গ্রামের ওমান প্রবাসী মো. সাদ্দাম হোসেন ও মরিয়ম বেগমের প্রথম সন্তান। এখন সার্জারির মাধ্যমে জোড়া মাথা আলাদা করার কথা চিন্তা করছেন স্বজনরা।

এ বিষয়ে ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, মরিয়ম বেগমের প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে সেবা হাসপাতালে ভর্তি করে। অস্ত্রোপাচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। প্রথমে দুইটি মাথা দেখে ধারণা হয়েছে জোড়া সন্তান। তবে পরে দেখা গেছে একটি শিশুর দুইটি মাথা রয়েছে। ক্রেনিওপেগাস প্যারাসাইটিকাস নামে পরিচিত এ রোগটি। সার্জারি করে মাথা আলাদা করা সম্ভব, তবে এতে প্রচুর রক্তক্ষরণ ও মারা যাওয়ার ঝুঁকিও থাকে। বর্তমানে শিশুটি ও তার মা বর্তমানে সুস্থ আছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন