মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে কেরির ট্যাবলেট খেয়ে ৫ সন্তানের জনকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০২১
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার দেবিদ্বারে শাহআলম(৫৫) নামে এক ব্যক্তি কেরির ট্যাবলেট খেয়ে আতœহত্যা করেছেন।

রোববার(১ আগষ্ট) দুপুর ২টায় নিজ বাড়িতে কেরির ট্যাবলেট খেয়ে ছটফট শুরু করলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত শাহআলম উপজেলার ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের উজানীকান্দি (ছাত্তার মাস্টার বাড়ি) গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। শাহআলম ৫ পুত্র সন্তানের জনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,রোববার দুপুর ২টায় কোন কারণ ছাড়াই সে কেরির ট্যবলেট খেয়ে ছটফট শুরু করলে পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে। পরে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আরো জানান,শাহআলমের একটু মানসিক সমস্যা ছিলো”।

এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ বলেন,আমি খবর পেয়ে লাঁশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাই। লাঁশ উদ্ধার পূর্বক সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসি।তবে লোকটি নাকি মানসিক রোগী তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন”।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃআরিফুল রহমান বলেন,লাঁশ থানায় আনা হয়েছে।ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে । ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে”।

আর পড়তে পারেন