বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে কালাগাজী দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন ও চিকিৎসা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১২, ২০২১
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বুড়িপাড় গ্রামের কালাগাজী সরকার বাড়ির সন্তান মোঃ জহিরুল ইসলাম এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত কালাগাজী দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার রাঘবপুর সরকারী প্রাথমকি বিদ্যালয় প্রাঙ্গনে দাতব্য চিকিৎসা কেন্দ্র’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ কুমিল্লা মেডিকেল কলেজ এর অধ্যাপক ডাঃ মো. মোসলেহ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশে স্বাস্থ্য অধিদপ্তর লাইন ডাইরেক্টর ডা. মোঃ আবু জাহের, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার. ডা. মোঃ আবু জাহের এর সর্হধর্মিনী ও সমাজ সংগঠক পারভীন জাহের, ৪ নং সুবিল ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিজিএম মো. সফিকুর রহমান, এ্যাড. জাহাঙ্গীর আলম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার মোঃ জসিম উদ্দিন, বসুন্ধরা গ্রুপ’র জি এম খিজির আহমেদ, অবঃ প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, এডভোকেট রুহুল আমিন,ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ খায়ের সরকার সহ আরো অনেকে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বলেন, চলমান করোনা ভাইরাস মহামারি হলেও তার পরিত্রান পাওয়া খুবই সহজ। স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার সহ নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ও গরম পানির বাষ্প নিলে করোনা ভাইরাস থেকে সহজেই নিরাপদ থাকা যায়। তাছাড়া নিয়মিত চিকিৎসক এর পর্রামশ নিয়ে সুস্থ্য থাকার আহবান জানান। বক্তারা আরো বলেন, এই দাতব্য চিকিৎসা কেন্দ্রটি যেন স্থায়ীভাবে সমাজের মানুষের সেবা প্রদানে অগ্রণী  ভূমিকা রাখে এবং নিয়মিত সেবা পেলে সমাজ ভালো থাকবে।

উদ্বোধন উপলক্ষে প্রায় দুই শতাধিক লোকের চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদশে স্বাস্থ্য অধিদপ্তর এর লাইন ডাইরেক্টর ডা. মোঃ আবু জাহের, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রবিউল হাসান, ইর্স্টাণ মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল ইসলাম স্বপন প্রমূখ।

আর পড়তে পারেন