শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায়  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে  দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান এর সাথে পৌর কমিউনিটি পুলিশিং ইউনিট এবং ব্যবসায়ীদের সাথে বিরাজমান করোনা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় সিদ্ধান্ত সমূহ গুলো হচ্ছে…
(১)মাস্ক বিহীন কাস্টমারের নিকট এক সিঙ্গেল পণ্য বিক্রি করলে-ও,দোকান ১ মাসের জন্য লকডাউন দেয়া হবে।
(২) প্রত্যেক দোকানদার হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিধান করতে হবে।
(৩)সিএনজি স্টেশনে যাত্রী বোঝাইয়ের পূর্বে ্ নামার পরপর সীট ও বডির ভিতরে পানি মিশ্রিত ব্লিচিং পাউডার স্প্রে করতে হবে।
(৪)বিকাল ৪টায় দোকানপাট(ঔষধ ব্যাতিথ) বন্ধ করতে হবে।
(৫)পৌর এলাকায় নির্ধারিত জায়গা ব্যতিত সিএনজি যত্রতত্র পার্ক করা যাবে না।
(৬)হোটেল রেস্তোরাঁয় ওয়ান টাইম প্লেটে খাবার ও ওয়ানটাইম গ্লাস চা-পানি পরিবেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বিপ্লব খন্দকারসহ বাজার কমিটির সদস্য বৃন্দ।

আর পড়তে পারেন