বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে করোনা উপসর্গ নিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ওই কলেজ ছাত্রের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে ফাতেমা তাকে মৃত: ঘোষণা করেন।

করোনা উপসর্গ নিয়ে নিহত ওই যুবক উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার পুত্র দুলাল ভূঁইয়া। সে কুমিল্লা ভিক্টোরীয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং দেবীদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সংলগ্ন তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডস’র ব্যবসা পরিচালনা করতেন। ওই ঘটনার পর প্রেসক্লাবের পক্ষ থেকে এক নোটিশে আইইডিসিআর’র রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত দেবিদ্বার উপজেলা প্রেসক্লার বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে ফাতেমা জানান, সে দীর্ঘদিন এজমা রোগে ভুগছিল এবং কিছু দিন ধরে তার জ্বর, সর্দিও ছিল। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির রাতে জানান, নিহত ওই ছাত্রের মৃত্যুর বিষয়টি করোনা কিনা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

আর পড়তে পারেন