শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সহ ১২ জামায়াত শিবিরের কর্মী আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৬, ২০১৮
news-image

 

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার :

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ সহ ১২ জামায়াত শিবিরের কর্মীকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় গ্রেফতার করছে দেবিদ্বার থানা পুলিশ।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় দেবিদ্বার আগজর চাইনিজ হোটেলের ২য় তলায় জামায়াত শিবিরের কর্মীরা গোপন বৈঠক চলচ্ছে এমন সংবাদ পেয়ে দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ মোঃ শেলিম এর নেতৃত্বে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক(ওসি) তদন্ত সরকার আবদুল্লাহ আল মামুন, সার্কেল অফিসের ইন্সপেক্টর মোঃ জাফর ও দেবিদ্বার থানার এস আই খালেদ মোশারফ, এস আই কিবরিয়া সহ একদল পুলিশ ফোর্স ওই হোটেলে অভিযান চালিয়ে দেবিদ্বার থানা পুলিশ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ সহ ১১ জামায়াত শিবিরের কর্মীকে গ্রেফতার করে।

এসময় অপর আটক ১১ জামায়াত শিবিরের কর্মী হচ্ছে পৌর এলাকার হামলাবাড়ী গ্রামের মৃত আবদুস সোবান সরকার ছেলে মোঃ আবু হানিফ সরকার (২৮), মো. আবুল হাসেম এর ছেলে মোঃ নাছির সরকার (১৯), আবদুল আহাদ এর ছেলে জিয়াদ বিন আহাদ (২১), একই এলাকার মোঃ জাহিদ হাসান (১৯), মোঃ আরিফুল ইসলাম (১৯), মোঃ শরিফুল ইসলাম (১৮), মোঃ আলা উদ্দিন সরকার (২১), আবদুল করিম (১৮), সৌরভ আহাম্মেদ (১৮), মোঃ নাঈম সরকার (২৩) ও মোঃ রাকিবুল ইসলাম (১৮) উভয় একই উপজেলার হামলাবাড়ী গ্রামের।

এব্যাপারে দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ মোঃ সেলিম জানান গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় দেবিদ্বার আগজর চাইনিজ হোটেলের ২য় তলার দক্ষিন পূর্ব পাশের কেবিনে উপজেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ তার কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার অপরাদে মামলা দায়ের পূর্বক বুধবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

আর পড়তে পারেন