শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে আন্তঃ প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০১৮
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
“মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লার দেবিদ্বারে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রোববার দুপুরে ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল সামাদ ভুইয়া’র সভাপতিত্বে ও মোঃ রাশেদুল আল আমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাওয়ার মাষ্টার কোম্পানী লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ ফারুক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী মোঃ রফিকুল ইসলাম সরকার টুটুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল ইসলাম সরকার, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর, স্থানীয় সমাজ সেবক মোঃ চাঁন মিয়া, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা, বুড়িরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল্লাহ, হাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনুফা বেগম, আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিমা ইয়াছমিন সহ স্থানীয় ব্যাক্তি বর্গ ও ৯টি বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আর পড়তে পারেন