শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০১৮
news-image

 

সূদীপ রায় :

বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্য বিয়ের কারনে পরিবারের সুখ- শান্তি বিনষ্ট, সামাজিক মর্যাদা ক্ষুন্ন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থসহ তার কুফলের প্রভাব সমাজ এবং রাষ্ট্রকে বহন করতে হয়।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ’র উদ্যোগে ‘ফতেহাবাদ ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে ‘মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ওই বক্তব্য তুলে ধরেন।

তিনি বাল্য বিয়ের কুফল সম্পর্কে বলতে যেয়ে আরো বলেন, বাল্য বিয়ের ফলে কিশোরী বধূ’র অপরিপক্কতার কারনে স্বামী, শ্বশুর- শাশুরী, দেবর- ভাসুর, ননদ- জা’ সহ শ্বশুর বাড়ির আত্মীয়- স্বজনদেরকে বুঝতে, চিনতে, তাদের পারিবারিক আচরণ ও সংস্কৃতির সাথে নিজেকে খাপখাইয়ে নিতে পারেনা। ফলে বনাগতের অভাবে বিবাহ বিচ্ছেদ, স্বামী- স্ত্রী, শ্বশুর- শাশুরীর বিরোধ,- দু’পরিবার, সমাজ, থানা পুলিশ এমনকি হামলা- মামলা জনপ্রতিনিধি, কোর্ট-কাচারী পর্যন্ত গড়ায়। এছাড়াও অপরিক্কতার কারনে সন্তান গর্ভধারনের সময় মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু এমনকি উভয়ের মৃত্য ঘটতে পারে। বেঁচে থাকলে মা ও শিশুর রক্ত শূণ্যতা, পুষ্টি হীনতা, মেধা শুণ্যতা, দূর্বল স্বাস্থ্য, রোগাক্রান্ত ও প্রতিবন্ধী (বিকলাঙ্গ) হয়ে থাকতে হয়। তাই ১৮ বছরের নিচে কোন মেয়ের বিয়ে দেয়া এবং ২১ বছরের নিচে (মাদকাসক্ত ছাড়া) ছেলেদের বিয়ে দেয়া অপরাধ। বাল্য বিয়ে রোধে রাষ্ট্র কর্তৃক আইন প্রণয়ন করেছে, বিভিন্ন মেয়াদের সাজা প্রদানেরও ব্যবস্থা রয়েছে।

ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার এম,এ,ছালাম’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন, খলিলপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, খলিলপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. মাহবুব রশিদ ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মোঃ খাইরুল আলম, ইউপি সদস্য কাজী আবুল কালাম আজাদ, সালমা আক্তার, মজিবুর রহমান, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও আলোচকগন বাল্য বিয়ে ও যৌতুকের নানা কুফল তুলে ধরার পাশাপাশি মাদক, সন্ত্রাস, অশিক্ষা, কু-সংস্কার, ধর্মীয় গোড়ামী সহ নানা বিষয়ে আলোচনা করতে যেয়ে আরো বলেন, বাল্য বিয়ে, অনিয়ম- ঘূষ-দূর্নীতি, ভিক্ষাবৃত্তি নির্মূল না হলে সরকার ঘোষিত ২০/২১ ভিশন বাস্তবায়নে বাঁধা হয়ে দাড়াবে ।

আর পড়তে পারেন