বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশনের ’৮১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশনের (গরাই) ১৯৮১ সনে এসএসসি পাশ করা ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন ‘গরাই-৮১’ এর তৃতীয় ঈদ পুনর্মিলনী রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলার কংশনগর বাজারের মাস্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ আলম মিয়াজী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অনুষ্ঠানের সঞ্চালক মো. মিজানুর রহমান। দীর্ঘ ছত্রিশ বছরে ’৮১ ব্যাচের ১২ জন সহপাঠির মৃত্যুতে তাদের স্মৃতিচারণ করে আলোচনা এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে সহপাঠিদের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এর আগে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরে কর্মরত মো. জসিম উদ্দিন। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (সিআইডি) মো. শাহ আলম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রিয়াজ মো. জাহিদুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত রাশিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে সর্বসম্মতিক্রমে পুলিশের এডিশনাল ডিআইজি (সিআইডি) মো. শাহ আলমকে সভাপতি, মো. ইদ্রিছ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও মো. জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আর পড়তে পারেন