শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারের ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ আগস্ট) সকার সাড়ে ১০ টায় ওয়াহেদপুর বাজার সংলগ্ন সুবিল ইউনিয়ন পরিষদ মিলানায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গরীব, দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

উক্ত চিকিৎসা ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ আবদুল কুদ্দুস আখন্দ, ডাঃ নীলা পারভীন, ডাঃ শাহিন আলম সরকার, ডাঃ সৈকত খাঁন, ডাঃ নুসরাত জাহান ও চিকিৎসা প্রযুক্তিবিদ ও সহকারী চিকিৎসক মোঃ আবদুল আউয়াল সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের সরকার, ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ খায়রুল আমিন সরকার, সহ সভাপতি মোঃ সবুর খাঁন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, মোঃ সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ এরশাদ আলম, সহ অর্থ সম্পাদক বদিউল আলম, অফিস সম্পাদক মোঃ ওসমান গণি, সহ অফিস সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সবুজ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবদুল জলিল, আইসিটি সম্পাদক শ্রী সুভ্রত চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারাজ ওয়াসিক রাসেল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ সুমন খাঁন, সহ সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নজিবুল ইসলাম সোহাগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ সাইরুল, স্বাস্থ্য বিষয়ক ডাঃ শাহিন আলম সরকার প্রমূখ।

আর পড়তে পারেন