বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবপুর-মনোহরগঞ্জ সড়কে দুর্ভোগ চরমে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

দেবপুর-মনোহরগঞ্জ সড়কে দুর্ভোগ চরমে। দীর্ঘদিন সঠিকভাবে সংস্কার না করায় কাদামাটি আর খানাখন্দের কারণে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে নীলফামারীর দেবপুর-মনোহরগঞ্জ বাণিজ্যিক সড়ক। এ সড়কের বিভিন্ন স্থানে বড় আকারের গর্তের কারণে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। গুরুত্বপূর্ণ এ সড়কের ১০ কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। ওই সড়কটি দিয়ে দেবপুর, যাদবপুর লোকজনসহ পোমগাও উচ্চবিদ্যালয় শিক্ষার্থীরা যাতায়াত করেন। সড়কের বেহাল দশায় শিক্ষার্থীরা কাপড়-চোপড় নষ্ট করে স্কুলে যাচ্ছেন। সরজমিন গেলে এ পথে চলাচলকারী যানবাহনের চালক ও পথচারীরা জানান, তারা প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন। বাড়তি ভাড়া দিয়েও কোনো ইজিবাইক ও রিকশা ভ্যান ওই পথে যেতে যাচ্ছে না। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। একজন মোটরসাইকেল চালককে ওই পথে চলতে গিয়ে সড়কের গর্তের পানিতে আটকে গেছে। তিনি বলেন, ‘বাংলাদেশের কোথাও এমন রাস্তা আছে কি-না জানি না। এ রাস্তার কোন বাপ-মা নেই’। দীর্ঘদিনেও সড়ক নির্মাণের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে এই ৩ কিলোমিটার সড়কও মেরামত ও সংস্কার করা হচ্ছে না।

আর পড়তে পারেন