বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সাক্কুর কারাগারে না যাওয়ার বিষয়টি রহস্যজনক- দিলীপ বড়ুয়া

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘মনিরুল হক সাক্কু বিএনপি নেতা। বিএনপির অধিকাংশ মেয়র দুর্নীতির অভিযোগে কারাগারে ছিলেন। অভিযোগ থাকা সত্ত্বেও মনিরুল হক সাক্কু কারাগারে ছিলেন না। এর রহস্য জানি না। সাক্কুর বিরুদ্ধে দুদকের মামলাসহ ১০টি মামলা রয়েছে। একটি খুনের মামলাও রয়েছে। তারপরও সে গ্রেফতার হয়নি। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব ও সদর সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লার জন্য সরকার থেকে প্রচুর অর্থ এনেছেন। সে সময় মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ছিল। কুমিল্লার তো উন্নয়ন হয়নি। এত টাকা কোথায় গেলো? পিঁপড়ায় খেয়ে ফেললো কিনা?’ মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর নিজের উন্নয়ন করেছেন, কুমিল্লার উন্নয়ন করতে পারেননি।
কুমিল্লাবাসীর দুর্ভোগের কথা বলতে গিয়ে দিলীপ বড়ুয়া বলেন, টমছমব্রিজ ও শাসনগাছার অসহনীয় যানজট ও জলাবদ্ধতা রয়েছে। কুমিল্লার কোথাও দৃশ্যমান উন্নয়ন হয়নি। সাক্কুর সাথে জঙ্গিদের ও জামায়াতিদের সম্পর্ক আছে। সাক্কুর সাথে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থিদের সাথে সম্পর্ক রয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েম করতে হলে সীমাকে ভোট দিন।’
দিলীপ বড়ুয়া বক্তব্যের শুরুতে বলেন, ‘আমরা ঢাকা থেকে এসেছি দলীয় কর্মীর হাতকে শক্তিশালী করার জন্য। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এসেছি। ’
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এ সময় আরো উপস্থিত ছিলেন জাসদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ফজলুর রহমান বাবু, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান মানিক, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অসিত বরুন রায়, ন্যাপ(মোজাফফর) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল, গণআজাদী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতাউল্লাহ, আ’লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সত্ত্বাধিকারী নাফিসা কামাল, ন্যাপ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহম্মদ আলী ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আ’লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ সম্পাদক মো: দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন