শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুদকের মামলায় কুমিল্লা সদরে সাবেক প্রকৌশলী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগষ্ট) রাত ৮টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি টিম

গ্রেফতার হওয়া প্রকৌশলী মোঃ শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৈতোবা গ্রামের মৃত. সামছুল হকের ছেলে এবং কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকার তোয়া হাউজিংয়ের বাসিন্দা ।

কুমিল্লার দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমের (অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৮৩ লাখ ৪২ হাজার ৯১০ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুলাই কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আর পড়তে পারেন