শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুটি পাখির দুটি ছানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০১৯
news-image

 

শরীফ সাথী

নদীর তীরের ঘাসে বসে
দেখলো খুলে কানাই আঁখি,
বৃক্ষ ডালে কি চমৎকার
খড়ের বাসা বানাই পাখি।

সবুজ বনে জীবন কাটে
গাছে বসবাসটি যাঁদের,
খড়কুটোর ঘর তৈরী হল
মুখের কারুকার্যে তাঁদের।

দুদিন পরে দেখলো কানাই
বাসার ডিমে দিচ্ছে তাওয়া,
একটি পাখির এদিক ওদিক
ছুটে ছুটে আসা যাওয়া।

দিন কয়েকের ব্যবধানে
কিচির মিচির শব্দ শুনলো,
এরূপ দৃশ্য কানাই বাবুর
চোখের কোণে স্বপ্ন বুনলো।

দুটি পাখি দুটি ছানার
ঠোঁটে ঠোঁটে দিচ্ছে খাবার,
দৃশ্য চোখে চিত্র গড়লো
আদর সোহাগ স্নেহ পাবার।

আর পড়তে পারেন