শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই বন্ধুকে বাচাঁতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন খাব্বাব

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

ইবনের তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলালের বড় ছেলে নাকিব মোহাম্মদ খাব্বাব সীতাকুন্ডে তার দুইজন সহপাঠীকে পানি থেকে বাঁচাতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় খাব্বাব।

বুধবার( ১৬ আগস্ট) দুপুরে  জেলেরা জাল টেনে তার মৃতদেহ উদ্ধার করে।

খাব্বাব ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল শফিকুল আলম হেলাল এর ছেলে। সে চিটাগাং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিল।

জানা যায়, গত ১৪ আগস্ট বন্ধুদের সাথে সীতাকুন্ড বেড়াতে যায় । ১৫ আগস্ট সকালে বন্ধুদের নিয়ে গোসল করতে নামে খাব্বাব। তখন দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে খাব্বাব প্রবল স্রোতে ভেসে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় ২৪ ঘণ্টা পর খাব্বাবের মরদেহ উদ্ধার করা হয়।

খাব্বাব এর বাবা মোহাম্মাদ শফিকুল আলম হেলাল হজ্ব করতে সৌদী আরব গেছেন। বুধবার রাতে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

আর পড়তে পারেন