শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির সেই প্রধান শিক্ষক বহিষ্কার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে বহিষ্কার করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তমতে রেজুলেশনের মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়। দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবদের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অসহযোগিতা, সেচ্ছাচারিতা, স্বাক্ষর জাল, বিদ্যালয়ের প্রায় ৬০ লাখ টাকার অনিয়ম করায় বিধি মোতাবেক নিয়মিত সভা না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানা যায়, শনিবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সভায় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত হলেও প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব উপস্থিত হননি। পরে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতির ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ২০২০ সালের বৈশাখী ভাতা এবং মার্চ, এপ্রিল ও মে মাসের সরকারি বেতন উত্তোলন করেন প্রধান শিক্ষক। ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব। এছাড়াও দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবের মেয়েকে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনিতে ভর্তি হয়ে অধ্যয়নরত থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি দেখিয়ে সরকারি উপবৃত্তির টাকা গ্রহনেরও অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোন ধরণের আর্থিক লেন দেন না থাকলেও দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব বিদ্যালয়ের ভাউচারে শিক্ষা মন্ত্রণালয় বাবদ ১ লাখ ২০ হাজার টাকার হিসাব সংযুক্তি দেখিয়েছেন।

সে ২০১১ সালের জানুয়ারী থেকে চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আর পড়তে পারেন