শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির রংধনু হসপিটালে ভুল চিকিৎসায় গর্ভবতীর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৭, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দির রংধনু হসপিটাল নামের এক বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় নূরজাহান (২২) নামের এক গর্ভবতীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের সামনে নিহতদের স্বজনরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।

সোমবার (২৭ আগষ্ট) সকালে দাউদকান্দির গৌরিপুর এলাকার রংধনু হসপিটালের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজনরা।

গর্ভবতী নুরজাহান কুমিল্লার তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামের ডালিম মিয়ার স্ত্রী ।

নিহতের পরিবার সূত্র জানায়, রংধনু হাসপাতালে ২৪ আগস্ট বিকালে ডাক্তার শাহনাজ পারভীন গর্ভবতী নুরজাহানের সিজার করেন। অবস্থার অবনতি ঘটতে থাকলে এ দায় থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরজাহানকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে সেখান থেকে ঢাকার অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর হাসপাতাল বন্ধ থাকায় এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিক আমাকে এ বিষয়ে অবহিত করেছে । আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে রোগির মৃত্যুর মূল কারণ, চিকিৎসকের অবহেলা আছে কি না এবং হাসপাতালের অবকাঠামো আছে কিনা এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি।

আর পড়তে পারেন