বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০২১
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গৌরীপুর-আসমানিয়া সড়কের চারপাড়া মদিনা মার্কেট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে এলাকার কয়েকশত নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে প্রতিবাদ সভায় গ্রামবাসীর মধ্যে হেলাল মিয়া, জাহাঙ্গীর ও ফাহিম বলেন, ওয়াসেক ও মজিব গংদের অত্যাচারে আমরা চরচারপাড়া গ্রামবাসী অতিষ্ট। তাদের সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খুলে না। কেউ প্রতিবাদ করলেই তাদের হামলার শিকার হতে হয়। গত রবিবার আক্তার হোসেনের ছোট ছেলের সাথে আম পারাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় ওয়াসেক ব্যাপারীর ছেলের সাথে। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়াসেকের ছেলে মামুন লোকজন নিয়ে আক্তার হোসেনের উপর হামলা করে। আহত অবস্থায় তাকে গৌরীপুর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আনার পথে আবারও মজিব ও তার ছেলে মিজান এবং মামুনসহ ১০/১২জন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আক্তার হোসেন এখন আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন আছেন। আমরা এ হামলার তীব্র প্রতিবাদ এবং সন্ত্রাসী মুজিব ওয়াসেক ব্যাপারীর গংদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

আর পড়তে পারেন