শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে মোটরসাইকেল চুরির ঘটনায় ৩ জনকে আটক করেছে র‌্যাব

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৮, ২০১৮
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দির উপজেলার রায়পুর থেকে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫জনকে আটক করে নিয়ে যায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। পরে যাচাই-বাছাই করে তিনজনকে আটক দেখানো হয়।

রবিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় রায়পুর বাসস্ট্যান্ড থেকে ইলিয়টগঞ্জ উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা মৎস্যলীগ সভাপতি লোকমান হোসেন ও তাঁর ছেলে আক্তার হোসেন মুন্নাসহ ৫ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।  সাবেক বিএনপি নেতা লোকমান হোসেন ৩ বছর পূর্বে আ’লীগে যোগদান করেন। এরপরই তার ছেলে এলাকায় বিভিন্ন অপকর্ম চালান। বাপ ছেলের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না।

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, এধরনের খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।

এ দিকে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আতাউর রহমান জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় তাদের আটক করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে জড়িত তিনজনকে গ্রেফতার দেখিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে ছাড়া হয়েছে।

আর পড়তে পারেন