শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বিএফএফের উদ্যোগে ১৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০১৭
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ
দাউদকান্দিতে বিএফএফের যুগপূর্তিতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার উপজেলার পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ফেন্ড্রশিপ ফাউন্ডেশনের যুগপূর্তি উপলক্ষে কুমিল্লা বিকো, চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এ সেবা প্রদান করেন।

বিএফএফের প্রধান নির্বাহী এস. এম মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত, পেন্নাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোটারিয়ান শেলিনা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আতিকুল ইসলাম, বিএফএফের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রাহী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। ১৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা ও ওযুধ প্রদান করা হয় এবং ৮/১০ জনকে চোখের ছানির অপারেশনের জন্য কুমিল্লা নেয়া হয়। পরে বিএফএফের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়।

আর পড়তে পারেন